সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীর চর মজলিশপুরে গত ১৪অক্টোবর মধ্যরাতে স্ত্রী জেসমিন অাক্তারকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় অানোয়ার হোসেন। জেসমিনের অাত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সে বর্তমানে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অাছেন। পরদিন জেসমিনের পিতা মো. ইদ্রিস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেসমিনের স্বামী অানোয়ারকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, যৌতুক না পেয়ে গভীর রাতে জেসমিনের গায়ে কেরোসিন ঢেলে অাগুন ধরিয়ে দেয় পাষন্ড স্বামী অানোয়ার হোসেন।