নিউজ ডেস্ক: ২২ অক্টোবর ২০১৭ রবিবার।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উনসত্তরের গণঅভ্যুথানের নন্দিত মহানায়ক বরেণ্য রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ৭৫ তম জন্মদিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য রাজনৈতিক সহকর্মী তোফায়েল আহমেদের জন্ম ১৯৪৩ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে।
বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কলেজ জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি ইকবাল হলের(বর্তমানে জহুরুল হক হল) ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ডাকসুর ভিপি ছিলেন। ৬৯-এর মহান গণঅভ্যুথানে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুসহ ‘আগরতলা ষড়যন্ত্র মামলার সব রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হয় স্বৈরাচারী পাকিস্তানী সরকার।
১৯৬৯-এ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তোফায়েল আহমেদ। পরের বছর তিনি আওয়ামীলীগে যোগ দেন। ১৯৭০ এর ঐতিহাসিক নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ৭১- এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুজিববাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চারজনের একজন ছিলেন তিনি।
১৯৮৬,১৯৯১, ১৯৯৬,২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে পরপর তিনি এমপি নির্বাচিত হন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে আওয়ামী্লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের অবদান ইতিহাসে উজ্জ্বল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ হাসিনার অন্যতম সারথী সংগ্রামী গণনায়ক তোফায়েল আহমেদের শুভ জন্মদিনে তাঁর দীর্ঘজীবন কামনা করছি।