ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে এক কৃষক ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিলকে কারাগারে পাঠিয়েছে আদালত ।
জানা যায় , রোববার সকালে ফেনী আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
এর আগে , গত ৪জুলাই সকালে উপজেলা চর সাহাভিকারি গ্রামে জোরপুর্বক জমি দখলের চেষ্টাকালে জলিলকে কৃষক নুর আলম বাধা দেয় ।
এসময় জলিল ও দেলোয়ার হোসেন মেম্বারের নেতৃত্বে ওই কৃষক এবং তার স্ত্রীর উপর হামলা চালায়। পরদিন নুর আলম বাদি হয়ে জলিল ও দেলোয়ার কে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন ।
ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, জলিল তার ক্রয়কৃত জমিতে হালচাষ করার সময় নুর আলম হামলা করে এবং থানায় মিথ্যা মামলা দেয় ।
বাংলারদর্পণ