চট্টগ্রাম প্রতিনিধি : ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক অামাদের কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি সৈয়দ মনির অাহমদ কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক অামাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
বুধবার বিকালে ব্যুরো কার্যালয়ে অানুষ্ঠানিক ভাবে অভিনন্দন কালে অারো উপস্থিত ছিলেন, দৈনিক অামাদের কন্ঠের স্টাফ রিপোটার মুহাম্মদ অালাউদ্দিন, কৌতুক শিল্পি হাসান (অাতর অালি), রিপোটার শারমিন সুলতানা, রিপোটার রিতা অাক্তার, সিনিয়র ফটো সাংবাদিক অালাউদ্দিন খোকন প্রমুখ।
এসময়, সৈয়দ মনির অাহম্মদকে সভাপতি নির্বাচিত করায় সোনাগাজী প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান, দৈনিক অামাদের কন্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।