নিজস্ব প্রতিবেদক-
সাগর স্নাত সোনাগাজীতে আজ ১২ জানুয়ারি শুক্রবার সকালে সোনাগাজী সিটি স্কুল প্রাঙ্গণে কবিতা নিকেতন ফেনী’র আয়োজনে সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম ও সোনাগাজী সিটি স্কুলের সার্বিক সহযোগিতায় সাহিত্য বিষয়ক অনুষ্ঠান “সাহিত্য আড্ডা” অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের ক্রীড়া সম্পাদক কবি মোহাম্মদ ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলী আকবর শাহ্ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সুরকার, গীতিকার ও উপস্থাপক কবিতা নিকেতনের পরিচালক কবি ইকবাল হোসাঈন চৌধুরী, সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি ডাঃ গাজী মোহাম্মদ হানিফ, পানকৌড়ি প্রিন্টার্স এর সত্ত্বাধিকারী হেলাল শাহাদাত, সোনাগাজী নজরুল একাডেমীর সভাপতি নুরুল আমিন পলাশ, বিশিষ্ট ব্লগার গিয়াস উদ্দিন লিটন, সোনাগাজী পৌর কাউন্সিলর নুর নবী লিটন প্রমূখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও সংগীত পরিবেশন করেন, কবি এম এইচ মিলন, কবি মোসলেহ উদ্দিন, কবি মহিউদ্দিন খোকন, সূর্যোদয় পত্রিকার সম্পাদক এন আলম অন্ত, আনোয়ারুল ইসলাম, ফখরুল ইসলাম, কবি উম্মে কুলসুম মুন্নী, কবি আরিফুল ইসলাম টিপু, কবি নুরুল আবছার সোহাগ, কবি এফ আই ফিরোজী, কবি বকুল আক্তার দরিয়া, শিল্পী ও কবি শাহেদা চৌধরী, শিল্পী টুম্পা, তাবাচ্ছুম ইয়াসমিন অনামিকা, আবদুল ওয়াদুদ, নকীব সাংস্কৃতি ফোরামের সংগীত শিল্পী আবদুল হামিদ বাবলু সহ সোনাগাজী ও ফেনীর কবি সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ।