সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ড এর কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন এর ছোট ভাই শেখ সুমনের মালিকানাধীন কলেজরোড় সুমন টি স্টোরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসীর টের পেয়ে দমকল বাহীনিকে খবর দিলে দমকল বাহিনি ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানের কিছু অংশ পুড়ে যায়।
কাউন্সিলর শেখ মামুন জানান, দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার প্রস্ততি চলছে।