ফেনী। ফেনী ৩ আসনের সাবেক এমপি তালেব আলীকে সোমবার বিকালে ফেনীর নাজির রোডস্থ তার বাস ভবনে দেখতে যান ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। গেরিলা মুক্তিযোদ্ধারা তাঁর শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর সাথে শুভে”ছা বিনিময় করেন। ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের কার্যকারী সহ-সভাপতি মাহমুদ উল্যাহ মাষ্টার নেতৃত্বে এই সময় উপস্থি’ত ছিলেন আবুল খায়েল, মোয়াজ্জম হোসেন ভূঁঞা, আবদুল হালিম, মীর ইদ্রিস জাহিদ হোসেন বাবলু ও হিউম্যান রাইটস অগ্রাইনাজেশন ফুলগাজী উপজেলার সভাপতি আবু সৈয়দ মুন্সি কাজী সহ গেরিলা মুক্তিযোদ্ধারা।