সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন এলজিইডি’র প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসার একাডেমিক ভবনে উদ্বোধনি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি মফিজুল হক, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হোসাঈন আহমেদ, অভিভাবক সদস্য মো. ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন প্রমূখ।
মাসুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম নিয়ে লেখা সকল বই এবং স্থির চিত্র গুলো বঙ্গবন্ধু কর্ণারে থাকবে । শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরো বেশি জানতে পারবে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।