সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর বগাদানায় জামাত নেতা আব্দুল হাইয়ের মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে শিবির নেতা হামিদুর রহমান আজাদকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে ফেনী আদালত ।
পৃথক একটি মামলায় শিবির নেতা আজাদকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন ও ফেসবুকে ছবি প্রচারের অভিযোগে সাবেক শিবির নেতা দীন মোহাম্মদকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন ফেনী আদালত ।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান , বগাদানায় গতরাতে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় হামিদুর রহমান এবং মারধর করে রশি দিয়ে বেঁধে ছবি তুলে মানহানিকর পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীন মোহাম্মদকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছবিতে – শিবির নেতা দীন মোহাম্মদ ও রশি বাঁধা হামিদুর রহমান আজাদ;