জামায়াত নেতার মেয়েকে ধর্ষনের চেষ্টাকালে শিবির নেতা আটক | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে জামায়াত নেতার মেয়ে(১৮)কে ধর্ষন চেষ্টাকালে এক শিবির নেতাকে আটক করেছে স্থানীয়রা।

রবিবার মধ্যরাতে উপজেলার পাইকপাড়া গ্রামে আশ্রাফ কবিরাজ বাড়ীতে এ ঘটনা ঘটে|

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,উপজেলা বগাদানা ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক- মো. আবদুল হাইয়ের স্কুল পড়ুয়া মেয়ে (১৮) কে প্রাইভেট পড়াতেন একই ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারন সম্পাদক- হামিদুর রহমান আজাদ (২৬)।

কিছুদিন পুর্বে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি টের পেয়ে মেয়ের প্রাইভেট পড়া বন্ধ করে দেন আবদুল হাই। রবিবার মধ্যরাতে মুখোশ পড়ে আবদুল হাইয়ের ঘরে প্রবেশ করে ওই ছাত্রীকে নাম ধরে ডাকেন প্রেমিক আজাদ।

টের পেয়ে বাড়ীর লোকদের সহযোগীতায় আজাদকে রশি দিয়ে বেঁধে মারধর করে পুলিশে সোপর্দ করেন আবদুল হাই । ধৃত আজাদ উপজেলার পাইক পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ঢাকার একটি মাদ্রাসায় কামিলের ছাত্র ।

আজাদের বড়ভাইয়ের দাবি, উভয়ের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় পরিবার বিষয়টি জানতো। সেই সম্পর্কের কারনে আজাদ সেখানে গিয়েছে। একজন গৃহশিক্ষককে চোর সাজিয়ে পুলিশে দেয়া অন্যায়।

এ ব্যাপারে জামায়াত নেতা আবদুল হাই জানান,রাতের আঁধারে চুরির উদ্দেশ্যে ঘরের দরজা কেটে ঘরে ডুকেছে আজাদ। বাড়ীর লোকদের সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে দিয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রাতেই আজাদকে ওই বাড়ী থেকে আটক করা হয়েছে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *