সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টমটম চালক নুর আলম (৩০) কে বুধবার রাতে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮টার দিকে কুঠিরহাট দক্ষিন বাজার থেকে দুই যুবক নুর আলমকে ১৫০ টাকা ভাড়ায় মিয়াজির ঘাট ব্রীজে নিয়ে যায়। আধঘন্টা পরই নুর আলমকে জবাই করে হত্যার পর লাশ মিয়াজির ঘাট ব্রীজের পশ্চিম পাশে ফেলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর আলম রক্তাক্ত আবস্থায় বাঁচাও বাঁচাও বলে শোরচিৎকার করতে করতে গাড়ি চালিয়ে তিনি দোকানের সামনে পড়ে গিয়ে মৃত্যু কোলে ডোলে পড়েন। গাড়িতে খুরের ভাঙ্গা একটি অংশ পড়ে থাকতে দেখা যায়।
ধারনা করা হচ্ছে, চলন্ত গাড়িতে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত নুর আলম সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ভুইয়া বাড়ির নুর নবীর ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।