রাজাঝি দীঘিকে ঘিরে একটি নান্দনিক বিনোদন পার্ক গড়ে তোলা হবে-জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীর ঐতিহ্য রাজাঝির দীঘির পাড় অবৈধ দখলমুক্ত করার পরদিনই রবিবার থেকে সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ফেনী পৌরসভা। প্রথম পর্যায়ে রাস্তা কার্পেটিং ও ওয়াক ওয়ে করা হবে। পর্যায়ক্রমে লাইটিং সহ সৌন্দর্যবর্ধন করা হবে। দিঘীর পাড়কে ঢেলে সাজিয়ে ফেনীর অন্যতম বিনোদন স্পট গড়ে তোলার প্রস্তুতি চলছে।

গতকাল রবিবার জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মো: আমিন উল আহসান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সভায় তিনি আরো বলেন, উচ্ছেদকৃত হকারদের পূনর্বাসনে পৌরসভা উদ্যোগ গ্রহণ করবে। সভায় বক্তাগণ দীঘির পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উৎপল সিং মারমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, চ্যানেল টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী প্রমুখ। সভায় জেলার সরকারি দপ্তরসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো বলেন, দীঘিকে ঘিরে একটি নান্দনিক বিনোদন পার্ক গড়ে তোলা হবে। ফেনী শহরে পার্ক বা বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। সে বিষয়টি মাথায় রেখে আমরা রাজাঝি দীঘির পাড়কে ঢেলে সাজাতে চাই। এ শহরবাসীর প্রাণের চাহিদা ছিলো এ দিঘীর পাড়ের সৌন্দর্য বর্ধনের এবং প্রত্যেকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *