ফেনী প্রতিনিধি : অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের দ্রুত বাস্তাবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের জেলা কমিটির উদ্যেগে সারাদেশেরমত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বিকাল ৪টায় ফেনী পৌরপ্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বেরহয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন শেষে কেন্দ্রিয় শহীদমিনারে সমাবেশ করেছেন।
জেলা ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপনের সভাপতিত্বে শিবু প্রশাদ মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি অ্যডভোকেট সমির চন্দ্র কর,ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, নিতাই চন্দ্র দাস, লেঃ(অবঃ) নেপাল নাথ, সাংবাদিক যতন মজুমদার, অ্যডভোকেট স্বাধীন মজুমদার, লিটন চন্দ্র সাহা, সুভ্রত সাহা,অ্যডভোকেট শিপন বিশ্বার্স,সৌরভ সাহা প্রমুখ। সভায় বক্তারা অতিদ্রুত সময়ের মধ্যে প্রত্যার্পন আইনের দ্রুত বাস্তাবায়ন করতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে করেন। তারা বলেন দেশের আমলাদের কারনে প্রধানমন্ত্রীর দপ্তরের গ্রেজট প্রকাশের পরও এ দাবী পুরন হচ্ছেনা। তাই দেশের সংখ্যালঘু সম্পাদায় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন। বক্তারা বলেন ফেনী জেলা প্রশাসকের কায্যালয়ে অর্পিত সম্পত্তি সক্রান্ত প্রায় ২৫টি মামলা জেলা জজ আদালতে থেকে ক্ষতিগ্রস্তদের নামে নথি তৈরীর আদেশের পর ফেনীর জেলা প্রশানক এ যাবত কালে কোন আদেশ বাস্তবায়ন করেননি। এতে করে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হয়রানীর শিকার হচ্ছেন। বক্তরা আগামী এক মাসের মধ্যে আদালতের ডির্গ্রী প্রাপ্তদের নামে জমি ফিরিয়ে না দেন তা হলে ফেনী থেকে কঠোর আন্দলোনের ডাক দেওয়ার হুশিয়ারী দেন।