বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন -জাহাঙ্গীর ফিরোজ

সৈয়দ মনির আহমদ..
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। নিজেদের মধ্যে হিংসা , হানাহানি দলাদলি না করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতা প্রচার প্রসারে কাজ করুন । আওয়ামীলীগের পাশাপাশি দেশ ও জাতি উপকৃত হবে । এতে সকলের ভাগ্যের উন্নতি হবে। গত ১৪ডিসেম্বর সকালে দেশে ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন যুক্তরাজ্য নিউহ্যাম আওয়ামীলীগ নেতা ও পিপলস এইড ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ ।
এসব মতবিনিময় সভায় তার সহোদর, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জার্মান আ’লীগ নেতা জামশেদ আলম রানা বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করেছেন। তিনি বলেন , আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসে , তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা প্রচার প্রসারের জন্যই বার বার দেশে ছুটে আসি । পর্যায়ক্রমে উপজেলার সর্বস্তরে দুস্থ, অসহায়,প্রতিবন্ধি সহ অাত্নমানতার সেবা করবো । এতে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করছি।
জানা যায় , শাহজালাল বিমান বন্দর হয়ে দেশে আসার পর ওইদিন সকাল ১১টায় পর্যটন কর্পোরেশন বাংলাদেশ এর অভিজাত হোটেল অবকাশে তাদেরকে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভ্যর্থনা দেয়া হয়। ১৫ ডিসেম্বর বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করেন। ওইদিন বিকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ী , বঙ্গবন্ধু যাদুঘর ও গিমাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ১৬ ডিসেম্বর সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন । বিকালে দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর ফিরোজ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামশেদ আলম রানা। সন্ধ্যায় কাজীরহাট নতুন বাজার বঙ্গবন্ধু পরিষদে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা।
১৭ ডিসেম্বর শনিবার বিকালে তাদের বাড়ীতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ১৮ ডিসেম্বর রবিবার সকালে ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সদস্যদের সাথে মতবিনিময় করেন । ১৯ ডিসেম্বর সোমবার সকালে বগাদানা ইউনিয়ন পরিষদে , চেয়ারম্যান ইছহাক খোকন ও সদস্যদের সাথে মতবিনিময় করেন তারা । বিকালে সোনাগাজী পৌরসভাস্থ গাজী বাড়ীর দরজায় শহীদ মুক্তিযোদ্ধা নুরুল আফছারের কবর জিয়ারত করেন এবং তার হত্যার বিচারের দাবী জানান।
অপরদিকে ২০ডিসেম্বর মঙ্গলবার সকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদে , চেয়ারম্যান জহিরুল আলম জহির ও দুপুরে নবাবপুর ইউনিয়ন পরিষদে, দেলোয়ার হোসেন এবং সদস্যদের সাথে মতবিনিময় করবেন দুই সহোদর। এসব মতবিনিময় কালে তারা গ্রামীন উন্নয়ন কর্মকান্ড ও আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ে সাংগঠনিক অবস্থানের খোজ খবর নিচ্ছেন ।
Related News

উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশের এইRead More

যুক্তরাষ্ট্রে জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল শুক্রবার একক ডোজের জনসন এন্ডRead More