সোনাগাজীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ধর্ষনের আসামী সনাক্ত ও গ্রেপ্তার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে এক যুবতীকে ধর্ষন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আবু ইউছুফ নয়ন(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বগাদানা ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা যায়, গত বছর ২৮নভেম্বর নিজ শয়ন কক্ষে বিষপানে আত্মহত্যা করেন উপজেলার মঙ্গলকান্দি গ্রামের নুরুল আমিনের মেয়ে বিবি কুলছুম(১৮)।

১২দিন পর (১০ডিসেম্বর) সোনাগাজী থানায় মামলা দেয় ভিকটিমের পিতা নুরুল আমিন। ময়নাতদন্তের রিপোর্ট দেখে হত্যা মামলা রুজু করে সোনাগাজী থানা পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, কললিস্টের তথ্য অনুযায়ী অনুসন্ধানে দেখা গেছে, কুলছুমের সাথে প্রেম ছিল ধৃত নয়নের।

বিয়ের প্রলোভনে একাধিকবার সে ভিকটিমকে ধর্ষন করেছে। ভিকটিমের পেটে ৪মাসের একটি বাচ্চা ছিল।

সেই বাচ্চার ডিএনএ পরীক্ষার মাধ্যমে নয়নকে সনাক্ত করা হয়। বুধবার রাতে নয়নকে গ্রেপ্তার করা হয়। বৃহষ্পতিবার সকালে ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবান্দি দেয় নয়ন।

pকোর্ট পরিদর্শক গোলাম জিলানি জানান, জবানবন্দি শেষে নয়নকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *