শেখ মোঃ সাইফুল ইসলাম :
হবু-বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার স্বদ-ইচ্ছায় আত্বগোপন এ রহস্যজনক আত্বগোপনের ঘটনাটি ঘটেছেন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার এক ব্যাংক কর্মকর্তা।
আত্বগোপনে থাকে ব্যাংক কর্মকর্তা-কে ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, হবু-বউ পছন্দ হয়নি বলে-স্ব-ইচ্ছায় আত্বগোপন করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
জানা যায় তিনি,পলাশবাড়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা, ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের পারিবারিক ভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য্য করা হয়েছিল।
কিন্তু তার হবু-স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্বগোপনে চলে যান।
তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্বইচ্ছায় আত্বগোপন করেন।
এব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় একটি জিডি দায়ের করেন।
জিডির সুত্র ধরে গাইবান্ধা পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্বগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন।
আত্বগোপের ঘটনায়, পুলিশ সুপার তৌহিদুর রহমান আজ দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘটনার বর্ণনা জানিয়ে দিয়ে, ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান-কে তার পিতা ও মাথার কাছে হস্তান্তর করেন।
তথ্য প্রেস ব্রিফিং জেলা প্রশাসক গাইবান্ধা।