কামরুল হাসান:
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
: প্রকাশ- ১৬ নভেম্বর ১৬।
কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার কোব্বা গ্রেফতারনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কবির হোসেন প্রকাশ কোব্বা ডাকাতকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে দাগনভুঁইয়া উপজেলার বসুরহাট সড়কে ডাকবাংলো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোব্বা ডাকাত উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুল ছোবানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক মো. রবিউল হক একদল পুলিশ ফোর্স নিয়ে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার বসুরহাট রোডে ডাকবাংলো এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কবির হোসেন প্রকাশ কোব্বা ডাকাতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৩টি ডাকাতির মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা ও পুলিশের ওপর হামলার ২টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠিয়ে দিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, কোব্বা ডাকাত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রসী। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৯টি গ্রেফাতারী পরোয়ানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে আরো ৫টি মামলা রয়েছে।
নোয়াখালী কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার কোব্বা গ্রেফতার