ফেনী প্রতিনিধি : ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুৃষ্ঠিত।
রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ন ভোট গ্রহন শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং অফিসার অাল মমিন।
জানা যায়, সংরক্ষিত মহিলা সদস্য পদে খতিজা বেগম, সাধারন সদস্য পদে প্রথম হয়েছেন অাবু বক্কর ছিদ্দিক মিন্টু, এছাড়া নেয়ামত উল্যাহ, নেয়ামত উল্যাহ স্বপন (মেম্বার), অাবুল হাসেম অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
উক্ত কমিটির ১ম সভায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করবেন।