সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীর তালিকাভুক্ত মাদক বিক্রেতা মাইন উদ্দিন মেট্রো(৩৫)কে ২শ ইয়াবাসহ সোমবার রাতে কাজিরহাট থেকে আটক করেছে পুলিশ।
সে উপজেলার বগাদানা ইউনিয়নের দশপাইয়া গ্রামের -মাবুল হকের ছেলে। মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদক উদ্ধারের বিষয়ে মামলা রুজু করে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে।
#বাংলারদর্পন।