আনোয়ারায় ইয়াবাসহ আটক ১ | বাংলারদর্পন 

চট্টগ্রাম ব্যুরো :

 

 

চট্টগ্রাম আনোয়ারা থেকে ৫০০ পিচ ইয়াবা নিয়ে ১ জনকে আটক করলেন থানা পুলিশ। ১৬ জুলাই সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে বারশত মিন্নত আলী দোভাষীর হাট নুর মোহাং হার্ডওয়ার দোকানের সামনে থেকে এরশাদুল হক জিকু কে আটক করেন। আটককৃত ব্যক্তি গুন্দীপ গ্রামের আইয়ুব আলীর পুত্র।

 

 

জানা যায়, আনোয়ারা থানার এসআই রেজাউল করিম মামুন ও এসআই হান্নান, এসআই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বারশতে অভিযান চালিয়ে মিন্নত আলী দোভাষী হাটের হার্ডওয়ার দোকানের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা নিয়ে জিকুকে আটক করেন। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

 

 

এসআই রেজাউল করিম মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট থেকে ৫০০ পিস ইয়াবা নিয়ে জিকুকে আটক করি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *