ফেনীতে সহকারি দিয়ে অপারেশন : সিভিল সার্জনের কাছে অভিযোগ

ফেনী :
ফেনীতে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে জেডইউ মডেল হাসপাতালে মেডিকেল সহকারি দিয়ে অপারেশন করায় সিভিল সার্জন অফিসে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত এক রোগির পরিবার।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) এ ঘটনা তদন্তে একটি কমিটি করেছেন সিভিল সার্জন। এরআগে, গত ৭ সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী রোগী জালাল আহম্মদের ছেলে আবদুর রহমান সিফাত এ অভিযোগ দায়ের করেন।

 

জানা গেছে, শর্শদি ইউনিয়নের ফাতেহপুর গ্রামের জালাল আহম্মদ শিপন গত মাসের ২৪ আগষ্ট ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়।

 

স্থানীয়রা উদ্ধার করে শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে জেড ইউ মডেল হাসপাতালে নিয়ে আসে এ খানে যথারিতি শিপনকে হাসপাতালে ভর্তি করিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগী যে পরিমাণে আ’হ’ত হয়েছে তাকে ‘সার্জন দিয়ে অপারেশন করতে গেলে ৩০/৪০ হাজার টাকা শুধু অপারেশন খরচ লাগবে।

 

আর তাদের মেডিকেল সহকারি দিয়ে অপারেশন করালে ৭ হাজার টাকা সা’র্জন ফি দিলে চলবে এতে রোগীর খরচ বাঁচবে। বলে ঐ দিন রাতে শিপনকে হা’সপাতালে অ’পা’রে’শন রুমে নিয়ে মেডিকেল সহকারি মো. মহিব উল্লাহ অপারেশন করে। পরদিন শিপনকে রিলিজ করে বাড়ীতে পাঠিয়ে দেন।

 

একদিন পর শিপনের রক্ত, পুজ, বের হতে থাকলে পুনরায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা এসময় হা’স’পা’তাল কর্তৃপক্ষ জানান ১ দিন পর পর ড্রেসিং করতে হবে এতে প্রতি ড্রেসিং এ ২ হাজার টাকা করে লাগবে।

 

এক পর্যায়ে ১ দিন পরপর ৪ বার ড্রেসিং করার পরও রোগীর সমস্যা ও বেড়ে যাওয়ায় গত শুক্রবার ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সা”র্জা’রী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সৈয়দ মহসিনের কাছে নিয়ে গেলে তিনি শিপনকে পুনরায় অপারেশন করেন। এতে রোগী আর্থিক ও মানসিক, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

 

এ দিকে জেডইউ মডেল হাসপাতালের ভূলের কারনে ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি জানালে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন সদুত্তর না পেয়ে রবিবার দুপুরে ফেনীর সিভিল সা’র্জন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে।

 

জানতে চাইলে জেড ইউ মডেল হাসপাতালের ম্যানেজার সুলতান আহমদ জানান, রোগীটি বিকেলে এসেছে আমাদের অর্থোপেডিক্স ডা’ক্তার আসতে দেরি হবে বলায় রোগীর স্বজনের সম্মতিতে আমাদের এক নার্সের পরিচিত হওয়ায় মেডিকেল সহকারি মাহিবুল্লাহ রোগীকে সেলাই করেছে।

 

রোগী শিপন জানান হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আমি আর্থিক, মা’নসিক, শারীরিক সমস্যায় পড়েছি।

 

এ বিষয়ে জানতে চাইলে, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সোমবার বিকালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *