সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : বখাটে রাজু আটক | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামে আট বছর বয়ষের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছাত্রীটি বাড়ীর পাশে দোকানে যায়। ফেরার পথে একই বাড়ীর ছেলে ওয়ার্কশপ শ্রমিক অাবু জাপর রাজু (২২) ছাত্রীটির হাতে চকলেট কিনার জন্য দশ টাকা দিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে ছাত্রীটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে উভয়কে উলঙ্গ দেখতে পায়। রাজু পালিয়ে গেলেও ঘটনার বিবরণ দেয় ছাত্রীটি।

পরে ছাত্রীর বাবা সোনাগাজী মডেল থানায়  হাজির হয়ে মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, এজাহার নামীয় আসামি রাজুকে আটক করা হয়েছে।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *