ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীর চরখোয়াজ, চরখোন্দকার ও থাক খোয়াজের লামছি মৌজায় প্রস্তাবিত বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা জবরদখল করে দিঘী খনন ও মাটি বিক্রি করছে- সোনাগাজী ও মীরসরাই উপজেলার চিহ্নিত ভূমি দালাল ও মাটি দস্যুরা!
সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সোনাগাজী অঞ্চলের দালাল ও তাদের সহযোগীরা প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভূমি জবরদখল করে দিঘী খনন ও মাটি বিক্রি করছে।
জবরদখলকৃত এইসব ভূমি মীরসরাইয়ের কিছু দখলবাজদের নিকট ইজারা দিচ্ছে দালালচক্র। স্থানীয় লোকজন তাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও দখলবাজদের নিকট অসহায় ! তাই ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
তাদের এমন কর্মকাণ্ডের ফলে সরকারি রাস্তা, পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধসহ অর্থনৈতিক অঞ্চলের সহস্রাধিক একর জমি দখলে নিয়েছে ভুমিদস্যুরা । পরিবর্তন হচ্ছে ভূমির ধরণ! ব্যাহত হচ্ছে নদীর স্রোতধারা!
এভাবে চর খোয়াজের জামশেদ আলম , চর ছান্দিয়ার জিয়াউর রহমান শিপন , শাহাপুরের সিরাজুল ইসলাম গং, সুজাপুরের আবদুস শুক্কুর গং, ইউছুফ মেম্বার ও চর খোয়াজের হাফেজ কামালের প্রায় ৮ একর জমি দখল করে পুকুর খনন করে ওই সব ভুমিদস্যুরা ।
রবিবার সকালে নিজের ক্রয়কৃত সেই জমি স্থানীয়দের সহযোগীতায় দখলে নিয়ে মাছ চাষ করেন তারা । তারা বলেন এভাবে দখলদারদের কবল থেকে সকলের জমি গুলো উদ্ধারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন।
মাঝে মধ্যে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব অভিযান পরিচালনা করে কয়েকটা স্কেভেটর জব্দ ও জরিমানা করলেও রাতের আঁধারে মাটি দস্যুদের তান্ডবে দিশেহারা ভুমি মালিকগন । বাংলারদর্পন