ফেনী প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাগডুবি হাই স্কুলে মামনা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। ৮ এপ্রিল শনিবার দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীকে চোখের সমস্যাজনিত রোগের পরামর্শ ও সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা করা হয়।
গত ৯ বছরের মধ্যে উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় সাড়ে ৪ হাজার চক্ষু রোগীকে চোখের বিভিন্ন সমস্যা চিকিৎসা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দিয়ে মানব সেবার অবদান রেখেছে দাগনভূঞার মামনা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বায়রা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবুল বাসার।
ফাউন্ডেশনের সভাপতি ও পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মহি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী আবু নাছের, ঢাকা উত্তরা জোনের এডিসি নুর আলম, সাবেক এসপি ফারুক, ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর সিরাজ উদ্দৌলা, আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রহিম ও ডাঃ মোজাম্মেল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত চক্ষু চিকিৎসায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম। চিকিৎসা প্রদান করেন ফেনী চক্ষু হাসপাতালের কর্তব্যরত ডাক্তারগণ।