মুহুরী প্রজেক্ট এলাকায় কারেন্ট জাল জব্দ | বাংলারদর্পন

ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বড় ফেনী নদীতে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য আহরণের অপরাধে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

শনিবার রাতে বড় ফেনী নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা এ অভিযান পরিচালনা করেন।

তূর্য সাহা বলেন, কিছু অসাধু মৎসজীবী বড় ফেনী নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিতে অবৈধভাবে চিংড়ি পোনা ও বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে অন্য প্রজাতির মাছের পোনা ধ্বংস করছে।

স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে নদী ও উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষে মুহুরী প্রকল্প এলাকায় বড় ফেনী নদী অভিযান পরিচালনা করা হয়।

এসময় মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জাল পেলে মৎস্যজীবীরা পালিয়ে যায়। পরে বড় ফেনী নদী থেকে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ রাখার সরঞ্জাম জব্দ করে পরে তা ধ্বংস করা হয়েছে।

অভিযানে মুহুরী প্রকল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *