পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির ত্রান বিতরণ

বাংলারদর্পণ, প্রতিবেদকঃ
সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি, যুক্তরাজ্যে’র উদ্যোগে (COVID-19) করোনায় আক্রান্ত পরিবারকে আর্থিক সহায়তা ও পদ্মা ভাঙ্গণ কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ।

৬সেপ্টেম্বর রবিবার সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য’র উদ্দোগে,অত্র সংগঠনের নেতৃবৃন্দের আর্থিক সহায়তায় পদ্মার চর ভাঙ্গন কবলিত এলাকায় ত্রান বিতরন ও দেশের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করা হয়।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য’র সভাপতি,এ্যাড. টি.এম.জানে আলম (বুলবুল), সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য’র বাংলাদেশ প্রতিনিধি হিসেবে এ্যাড. জাহাঙ্গীর আলম, নারী নেত্রী সেলিনা পারভীন, লিটু মিয়া, নাসির উদ্দীন, জুয়েল মাদবর, নারী নেত্রী মরিয়ম উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

মাদারীপুর-১ শিবচর আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের চীফ হুইপ, বঙ্গবন্ধুর দৌহিত্র জনাব নূর-ই-আলম চৌধুরীর আহ্বানে পদ্মার চর ভাঙ্গন কবলিত এলাকায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্যের উদ্দোগে ত্রান বিতরণ সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়।

এতে অংশগ্রহন করেন শিবচর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ.কে.এম. নাসিরুল হক (নাসির) সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি প্রবাসে নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে সে লক্ষ্য নিরলস কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা,দারিদ্র ও দুর্নীতি মুক্ত সোনার বাংলা বির্নিমানে দু:খী মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করছে।

বঙ্গবন্ধুর আদর্শ সুপ্রতিষ্ঠার লক্ষ্যে এ সংগঠন সর্বদা বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *