শিশু আনন্দ মেলার উদ্বোধন 

 

ফেনী প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমী ফেনী জেলার আয়োজনে ও জেলা প্রশাসন ফেনীর সহযোগিতায় বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে শিশু আনন্দ মেলার উদ্বোধন, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ এপ্রিল রবিবার ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা। বাংলাদেশ শিশু একাডেমী ফেনী জেলার আবৃত্তি বিভাগের প্রশিক্ষক পৃথ্বিরাজ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমর দেব নাথ, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমরজিত দাস টুটুল, শিল্পতির্থের সভাপতি হুমাযুন মজুমদার, লালন একাডেমীর সভাপতি মোহাম্মদ উল্যাহ, পায়রা শিশু কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক হায়দার হোসেন মজুমদার, কবি ইকবাল চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *