সোনাগাজীতে প্রবাসীর ঘর নির্মানে বাধা দেয়ার অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী পৌরসভার ২নং ওয়ার্ডের আলী আকবর বাড়ীর প্রবাসী মোঃ রাসেল ও প্রবাসী শহীদুল ইসলামের বসতঘর নির্মানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে একই বাড়ীর সামছুল হক বাচ্চুর বিরুদ্ধে ।

জানা যায়, ক্রয়কৃত ১৭ শতাংশের মধ্যে সামছুল হক বাচ্চু দিয়ারা ৩৭১৮ দাগে ৫শতাংশের স্থলে ১২শতাংশ, ৩৭১৭ দাগে ৩শতাংশের স্থলে ৯শতাংশ ও ৩৮১১দাগে ৯শতাংশ দখলে অাছেন। এরপরও পাশ্ববর্তী ভিটিতে প্রবাসী মোঃ রাসেল ও প্রবাসী শহীদুল ইসলামের ঘর নির্মাণকাজ বাধা দেয়।
এ ব্যপারে বাচ্চু মিয়া জানান, বিএস রেকর্ডে তিনি ৩৫ শতাংশের মালিক অাছেন।

আদালত ও থানায় বার বার হয়রানী মুলক মিথ্যা দেয়। এসব মামলা খারিজ হওয়ার পরও সে নির্মানকাজে বাধা দেয়।

প্রবাসি রাসেলের ভাই নিজাম উদ্দিন জানান, হয়রানির লক্ষে বাচ্চু মিয়া বার বার প্রবাসীদের বসতঘর নির্মানে বাধা দিচ্ছে। থানায় ও সমাজপতিদের কাছে অভিযোগ দিয়ে সে বৈঠকে থাকেনা, অন্যায়ভাবে সে ঘর নির্মানে বাধা দিচ্ছে। তিনি সু্ষ্ঠু বিচার চান।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব জানান, বাচ্চুর অভিযোগ তদন্তে মিথ্যা প্রমানিত হওয়ার পর সে আর বৈঠকে বসতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *