সাহাব উদ্দিন :
ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহম্মুদ (১৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানাগেছে নিহত মোটরসাইকেল আরোহী একজন ডিসের লাইন ম্যান। সোমবার ১৫ জানুয়ারি বিকেলে ফেনী – পরশুরাম সড়কের মুন্সীরহাট কুতুবপুর রাস্তার মাথা নামকস্থানে এ দুর্ঘটনায় ঘটে।
খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
নিহতের ভগ্নিপতি নুরুল আমিন শাওন জানান, সোমবার বিকেলে মুন্সীরহাট কুতুবপুর রাস্তা থেকে ফেনী – পরশুরাম সড়কে উঠার সময়ে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মাহম্মুদ মারা যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মোটরসাইকেলের আরোহী নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মাহম্মুদ শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দী গ্রামের বাসীন্দা।