মোঃ আলাউদ্দীন :
চট্টগ্রামের রাউজানে পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শহীদ আকতার হোসেন (রাজু)’র ২৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
(১৫-জানুয়ারী) সকালে, হামজার পাড়াস্থ মাঠে, শহীদ আকতার হোসেন রাজু স্মৃতি সংসদের উদ্যোগে, শহীদ আকতার হোসেন রাজু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. রমজান আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, সাবেক পুলিশ অফিসার ও শহীদ আকতার হোসেন রাজু স্মৃতি সংসদের সভাপতি মো.আবুল ফজল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন, এ.কে.এম ফরিদ আহম্মেদ, হাজী রুহুল আমিন, হাজী আমিনুল হক, জাকির হোসেন মাষ্টার, অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরী, আলহাজ্ব এম.এ মন্নান, প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদ্যস জমির উদ্দিন বাবুল,ইউপি সদ্যস আবদুম সালাম, ইউপি সদ্যস চন্দ্রসেন বড়ুয়া,ইউনিয়ন যুবলীগ নেতা সিনিয়ের সহ সভাপতি মঈন উদ্দিন, ইউপি সদস্য ইলিয়াছ, শহিদুল ফজল তৌহিদসহ প্রমূখ। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে খতমে কুরআন, খতমে গাউছিয়া, কবর স্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উল্লেখ্য যে, ১৯৯৩ সালের ১৫ জানুয়ারী পূর্ব গুজরা ইউপি কার্যালয়ে বিচার চলাকালীন অবস্থায় শহীদ আকতার হোসেন (রাজু) সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন।