খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে খালের বাঁশের সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রিফাত হোসেন (৩) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে।

রবিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনছার আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয় রিফাত। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার মরদেহ ভাসতে দাখে স্বজনেরা।

পরিবারের সদস্যদের ধারণা খালের উপর সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, বিষয়টি নিহতের স্বজনেরা পুলিশকে অবহিত করেনি। গণমাধ্যম কর্মিদের কাছ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *