আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন কেজি গাঁজাসহ লিটন মিয়া (৩৬) ও মায়া রানী (৩৭) নামের দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
আটক লিটন মিয়া প্রকাশ পিন্টু টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াইল গ্রামের আলমগীর কসাইয়ের ছেলে এবং মায়া রানী একই থানার পুষ্টকামরী গ্রামের সরল মিয়ার স্ত্রী।বুধবার দুপুরে আটককৃতদের মামলাসহ আদালতে সপোর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এই দুই মাদক ব্যবসায়ি ২৫ মে রাতে পৌরশহরের খরমপুর মাজারে আসেন এবং জিয়ারত শেষে তারা চলে যান উপজেলার সীমান্তর্তী আমোদাবাদ এলাকায়। রাত অনুমান পৌনে এক টার দিকে সেখানকার এক মাদক ব্যবসায়ির কাছ থেকে তারা তিন কেজি গাঁজা কিনে।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতেই আমোদাবাদ এলাকায় অভিযান চালায় ও তাদের হাতেনাতে আটক করে। এসময়য় মাদক সরবরাহকারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন,পূর্ববতী অপরাধ রেকর্ড খোঁজে মায়া রানীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও লিটনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ দ্রæত বিচার আইনের ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।