মাদারীপুর : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকায় সম্প্রতি কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলামকে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনার কয়েকদিন পর ফেইসবুকে ছবি দেখে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের অাইনের অাওতায় অানার দাবী জানিয়েছে।
স্থানীয় সাংবাদিক ইকবাল হোসেন জানান, অা’লীগ নেতা বাদল তালুদার এর বিরুদ্ধে তিনি কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলেন। এরই জেরে বাদল সাংবাদিক শহীদের বিরুদ্ধে অাদালতে চাঁদাবাজী মামলা দিয়েছেন। নির্যাতনের শিকার সাংবাদিক শহীদও বাদলের বিরুদ্ধে মামলা দিয়েছেন।
এ ঘটনায় অাহত সাংবাদিক শহিদের ও স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। কালকিনি থানার ওসির নাম্বারে (০১৭১৩-৩৭৩৫৮৭) বার বার ফোন করলেও তিনি রিসিভ না করায় উত্তর পাওয়া যায়নি।