অবশেষে খাঁজা অাহম্মদ পৌর মার্কেট উদ্বোধন করলেন নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি :বহুল অালোচিত ও বিতর্কিত ফেনী পৌরসভার অর্থায়নে নির্মিত দাউদপুর খাজা আহম্মদ ট্রাক টার্মিনাল পৌর মার্কেট অবশেষে শনিবার বিকালে অানুষ্ঠানিক ভাবে  উদ্ভোধন করেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি,সদর উপজেলা  চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, বিশিষ্ট নাট্যকর্মী রোকেয়া প্রাচী, পৌরসভার প্যানেল মেয়র অাশ্রাফুল অালম গিটার,  প্যানেল মেয়র স্বপন মিয়াজিসহ, কাউন্সিলর ও ব্যবসায়ীবৃন্দ।

উল্লেখ্য, ওই মার্কেটের নির্মান কাজ চালু হওয়ার পর কয়েকটি জাতীয় দৈনিক “খাজা অাহম্মদ লেক দখল” শিরোনামে সংবাদ প্রকাশের পর উচ্চ অাদালতের নির্দেশে  নির্মান কাজ বন্ধ ছিল।

সম্পাদনা / এমএ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *