নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়াতে গৃহবধূকে (১৯), ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবকের গ্রেপ্তার করে কারাগারে পাটিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত, মো.জসিম উদ্দিন (৩৭), উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আটক আসামিকে গ্রেপ্তারে দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে উপজেলার র্চঈশ্বর ইউনিয়ন থেকে আটক করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,
এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূকে দীর্ঘ দিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বখাটে ওই যুবক। গত (২৫ এপ্রিল) বসত ঘরে যুবতী একা ছিল। পরিবারের অন্য সদস্যরা ঘরের বাহিরে ছিলেন। এ সময় বসত ঘরে একা পেয়ে প্রতিবেশী জসিম তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তখন ভুক্তভোগী যুবতী চিৎকার করলে সে দৌঁড়ে পালিয়ে যায়।
ওসি আবুল খায়ের বলেন, আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।