সোনাগাজীতে ছাত্রলীগ নেতা শামীমকে কুপিয়ে হত্যা | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

সোনাগাজীতে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে মো. শামীম (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

 

রোববার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর তিনবাড়িয়া দাসপাড়া গ্রামের মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

সে উপজেলা ছাত্রলীগের সদস্য ও সোনাগাজী সদর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সংলগ্ন চরশাহাপুর গ্রামের কৃষক আবদুল মুনাফ মিয়ার ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে  রাহাদ, শেখ আলম ও নুর আলমকে আটক করেছে।

 

পুলিশ, এলাকাবাসী, নিহতের পরিবার ও দলীয় সূত্র জানায়, স্থানীয় ছাত্রলীগ নেতাদের সাথে  বিরোধ চলে আসছে। ছাত্রলীগ নেতা মো. শামীম ও তার বন্ধু সিএনজি অটোরিকশা যোগে তার নানার বাড়ি চরলামছি ডুব্বা গ্রাম থেকে ফেরার পথে চরসোনাপুর তিনবাড়িয়া দাসপাড়া মিয়ার দোকানের সমানে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ২৫-৩০জন সশস্ত্র সন্ত্রাসী সিএনজি অটোরিকশার গতি রোধ করে। শামীমকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে রাস্তার পাশে মুমূর্ষ অবস্থায় ফেলে রাখে।

 

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে, সেখান থেকে রাত ২টার দিকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ৩জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *