বিদ্যুত সাশ্রয়ী হয়ে নিয়মিত বিল পরিশোধ করুন – মঈন উদ্দিন

 

ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনাগাজীর আমিরাবাদ  ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন শুভ উদ্বোধন  করেছেন।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে এক  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে সোনাগাজী উপজেলা এবং ২০১৮ সালের মধ্যে ফেনী জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। বিদ্যুত খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা দেশে সাড়ে ১২ লক্ষাধিক গ্রাহকের মাঝে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত’ এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। । বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের আহবান জানান তিনি। যারা বিদ্যুত চুরি করে তারা দেশ ও জাতির শত্রু। তাদেরকে সবাই সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। দুটি দূরদৃষ্টির কারণে বাংলাদেশে পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ড সাফল্য অর্জন করে চলেছে। একটি দৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধু আর অন্যটি হচ্ছে বঙ্গবন্ধু তনয়া-প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছিলেন, দেশের সার্বিক উন্নয়ন করতে হলে আ গ্রামে বিদ্যুতের উন্নয়ন করতে হবে। কারন শহরে মাত্র ১৫% লোক শহরে বসবাস করে এবং ৮৫% লোক গ্রামে বাস করে। বঙ্গবন্ধুর সে স্বপ্নকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মহি উদ্দিন মোশায়েদ উল্যাহর সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জিএম মো. মিজানুর রহমান, ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন ও উপজেলা  ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বৈদ্যুতিক স্লুইচ টিপে ৮ কোটি টাকা ব্যয়ে আমিরাদ ইউনিয়নে ৫৯টি স্পটে ৫৩ কিলোমিটার এবং উপজেলার চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী সদর, বগাদানা, চরমজলিশপুর ইউনিয়নের ১২টি স্পটে তিন কোটি টাকা ব্যয়ে ২০ কিলোমিটার এলাকায় মোট ২ হাজার ৫৩৪জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *