ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে অটোরিকশা চাপায় মো. নজরুল ইসলাম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে এ ঘটনা ঘটে। অটো চালক দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের বাসিন্দা সমির চন্দ্র দাস (৪০) কে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, সোনাগাজী বাজার সংলগ্ন চুনিগাজী বাড়ির নাছির উদ্দিনের শিশুপুত্র নজরুল ইসলামকে নিয়ে তার স্ত্রী সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে গাড়িতে উঠার জন্য অপেক্ষমান থাকা অবস্থায় হঠাৎ একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। আহত শিশুটি উদ্ধার করে তাৎক্ষণিক সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।