নান্দাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের স্ত্রী খুন

 

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন বৃহস্পতিবার মৃত ইমান আলী পুত্র রফিকুল ইসলামের হাতে তার আপন চাচাতো ছোট ভাই জহিরুল ইসলামের স্ত্রী কাজলী বেগম (৪০) কোদালের কোপে মারাত্মক আহত অবস্থায় সন্ধ্যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আতাউর রহমান জানান পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার রফিকুল ইসলাম কোদাল দিয়ে কাজলী বেগমকে ৪টি কোপ দেয়। তাকে দূত নান্দাইল হাসপাতালে আনা হলে অবস্থা খারাপ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থা উক্ত মহিলা মৃত্যু বরণ করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *