হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে ফেনীতে মহান স্বাধীনতা  উৎসব 

 

ফেনী প্রতিনিধি  : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে ফেনীতে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের মহান স্বাধীনতা উৎসব ২০১৭ পালন করা হয়েছে। সংস্থার কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে ফেনীর অতিথি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক, কমরেড একেএম ফয়েজুল হক মিল্কি এডভোকেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন মোহাম্মদ, ফেনী প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ মালদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, কবি ও গীতিকার ইকবাল চৌধুরী, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক স.ম শাহ আলম, কবি মো. শাহআলম, সংস্থার পরিদর্শক কামরুল আহসান চৌধূরী, সংস্থার সিনিয়র সহকারি পরিচালক হাজী আলী আশ্রাফ পাটোয়ারী, ফিরোজ আহমদ টিপু ও হাজী মো. ইউছুফ ভূঞা।

অনুষ্ঠিনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মীবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশ্ব ব্যাপী জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। সব মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীনতা উৎসব অর্থবহ হবেনা। জাতির ক্লান্তিলগ্নে সব মানবাধিকারকর্মীদের সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *