আমিরাবাদে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফেনী প্রতিনিধিঃ
সোনাগাজীতে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আমিরাবাদ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার ২৫শে মার্চ বিকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় ফেনীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোবারক হোসেন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ, এলজিএসপি ডিএফ পিটু চন্দ্র দাস, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: ইসমাইল হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কালীন স্মৃতিবিজড়িত ঘটনাসমূহের বর্ণনা করেন মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান শেষে আমিরাবাদ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *