আমাকে হত্যা করে ভাগনে রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি-
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন,তাকে হত্যা করে নীল নকশা বাস্তবায়ন করা হবে।

তিনি ওই স্ট্যাটাসে আরো দাবি করেন, তাকে হত্যা করে তার ভাগনে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য গুলো করেন।

ফেইসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। আমাকে হত্যার করে তারা এই নীল নকশা বাস্তবায়ন করবে। গত (২১ মার্চ) তারিখ নোয়াখালী জেলহাজতে কারাবন্দি মিজানুর রহমান বাদলের সঙ্গে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছে। নোয়াখালী ৫ আসনে শিউলি একরামকে এমপি করবে । কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব পদত্যাগ করে মিজানুর রহমান বাদল কে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় সাবাব চৌধুরীর কে উপজেলার চেয়ারম্যান করা হবে । কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছে সে মন্ত্রীর লোক। কিন্তু আসলে সে একরামুল করিম চৌধুরীর লোক। তাই রায়হান কবিরহাট পৌরসভা মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হত্যা করে ফখরুল ইসলাম রাহাত (ভাগনে) কে বসুরহাট পৌর মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সঙ্গে ফোন আলাপ করে তারা সিদ্ধান্ত করে। এটাই হচ্ছে তাদের নতুন ছক

এ বিষয়ে কাদের মির্জার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি যত টুকু জানতে পেরেছেন, তত টুকুই তিনি ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তিনি জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন। থানা জিডি না নিলে তিনি আদালতের দারস্থ হবেন।

এ বিষয়ে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য মির্জা বিরোধী বলয়ের অন্যতম নেতা কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত জানান, কাদের মির্জার কার বিরুদ্ধে অভিযোগ নেই। সে নিলজ্জ মিথ্যাচার করে, সে মিথ্যাচারের জনকে পরিনত হয়েছে। একজন স্বাভাবিক মানুষ এভাবে করতে এবং বলতে পারে না। তার দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। কাদের মির্জার দৃষ্টিতে সে এবং তার ছেলে ছাড়া সৎ এবং ভালো মানুষ আর কেউ নেই।
D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *