ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ-এলজিইডি’র একটি সড়ক নির্মানকালে নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহার ও ময়লাযুক্ত সড়কে কার্পেটিং করায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, এলজিইডি’র অর্থায়নে প্রায় ৬২লক্ষ টাকা ব্যায়ে উপজেলার চরলামছি থেকে মানুমিয়ার বাজার পর্যন্ত এক কি.মি সড়ক পাকা করণের কাজ চলছে। বুধবার সকালে নির্মান কাজে নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহার , ধুলো ও ময়লাযুক্ত সড়কে কার্পেটিং চলাকালে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসী ।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স’র স্বত্বাধিকারি মো. বাবুল জানান, নির্মান কাজের বিষয়ে স্থানীয়দের অভিজ্ঞতা নেই । তারা না বুঝে কাজ বন্ধ করেছে। আশাকরি শীঘ্রই কাজ শুরু হবে।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মনির হোসেন জানান, কাজ বন্ধ হওয়ার খবর পেয়ে এলজিইডি’র কর্মকর্তারা সড়কটি পরিদর্শন করেছেন। ধুলো ও ময়লার বিষয়টি সঠিক তাই পরিষ্কার করেই ফ্লাইং কোর্ড ও কার্পেটিং দিতে বলা হয়েছে।