মো: সুজায়েত আলি রামগড় (খাগড়াছড়ি) :
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের লক্ষে এক দফা দাবি আদায়ের কর্মবিরতি পালন করেছে রামগড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। সোমবার সকাল ৯টা থেকে পৌর প্রাঙ্গণে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রামগড় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও রামগড় পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহুরি এর সভাপতিত্বে ও রামগড় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পরিচালনায় উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: শাহআলম সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী।