নিজস্ব প্রতিবেদকঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে ইউনেস্কো কর্তৃক ” মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ” ঘোষনা করায় ফেনী জেলা অা’লীগের উদ্যোগে অানন্দ মিছিল ও পথসভার অায়োজন করা হয়েছে।
সোমবার বিকালে জেলা অা’লীগের সভাপতি অাবদুর রহমান এর নেতৃত্বে পৌর চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর প্রাঙ্গনে পথসভায় মিলিত হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে অারো উপস্থিত ছিলেন, জেলা অা’লীগের সহ সভাপতি হাফিজ অাহম্মেদ, প্রিয় রঞ্জন দত্ত, প্রচার সম্পাদক অাবু ছুফিয়ান, সকল উপজেলা অা’লীগের সভাপতি, সাধারন সম্পাদক, চেয়ারম্যাবৃন্দ।
মিছিলে জেলা, উপজেলা অা’লীগ ও সকল সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।