সোনাগাজীতে ৩দিন ব্যাপী কাব ক্যাম্পুরী উদ্বোধন – বাংলারদর্পন

 

সোনাগাজী প্রতিনিধি :

বাংলাদেশ স্কাউটস সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে সোনাগাজীর আমিরবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার বিকালে  ৩দিন ব্যাপী (৬-৯ নভেম্বর) ৩য় সোনাগাজী উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

সোনাগাজী উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক বেল্লাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা স্কাউটস’র সম্পাদক এ কে এম ফরিদ আহমদ (এলটি), আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু প্রমূখ।

অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা স্কাউটস’র কমিশনার সুনীল চন্দ্র রায়, সহ-সভাপতি শরিয়ত উল্লাহ, যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ মাস্টার বেলায়েত হোসেন, আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলার ৪০টি স্কুলের ২৮০জন শিক্ষার্থী কাব ক্যাম্পুরীতে অংশ গ্রহন করছে। ৮ নভেম্বর রাতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এর আগে এ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা প্রত্যাশা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *