মোঃ আলাউদ্দীন :
চট্রগ্রামের ব্যস্ততম সড়কে সোমবার একটি মিনিবাস বেলা ৩ ঘটিকা মুরাদপুর অক্সিজেন সড়কের ডাইভার্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনা স্থলে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্বার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । আহত(বাসন্তি হালদার(৩৫)স্বপন(২৮) রিতাখানম(২৫)
ঘটনাস্থলে গিয়ে প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাযায়, মুরাদপুর – অক্সিজেন সড়ককের আতুরের ডিপু নামক স্থান রেঞ্জার পরিবহন নামক (চট্রমেট্রো ছ ১১-০৮০৩) মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডাইভার্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যাই।২০ জনের মত যাত্রী ছিলো জানাগেছে। স্থানীয় ফরিদ আলী(৫০) বলেন উক্ত মিনিবাস গুলো এই সড়কে বেপড়া গতিতে চালিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয়।