খাগড়াছড়ি রামগড়ে শিল্প কারখানা গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান হবে- ডিআইজি

এমদাদ খান রামগড় প্রতিনিধি:
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডি আই জি মোহা.শফিকুল ইসলাম বিপিএম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙ্গালী সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের জন্য এক যোগে কাজ করতে হবে। এখানে শিল্প কারখানা গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান হবে। কাজকর্মে নিয়োজিত থাকলে এমনিতেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।
রবিবার খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন নাকাপা ক্যাম্পে নব নির্মিত পুলিশ ব্যারাকের উদ্বোধনী ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডি আই জি এ কথা বলেন। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ডি আই জি শফিকুল ইসলাম পুলিশের দায়িত্ব পালনে কোন অসঙ্গতি বা অনিয়ম, দুর্নীতি নজরে আসলে তা খাগড়াছড়ি পুলিশ সুপারকে জানানোর জন্য এলাকাবাসীকে পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম(সেবা) বলেন, রামগড়ের জনসাধারণ নাকাপা পুলিশ ক্যাম্পের জন্য জায়গা দিয়েছেন। জনগণের সার্বিক সহায়তায় পুলিশের ব্যারাক নির্মিত হয়েছে। এলাকাবাসীর এ অসাধারণ অবদানের কথা সর্বদা স্মরণে রেখে তাদের সেবায় কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি নাকাপা ক্যাম্পের ভূমিদাতার প্রতি কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম ও পুলিশিং কমিটির সম্পাদক আব্দুল জলিল।
স্বাগত বক্তব্য দেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান। অন্যান্যের মধ্যে শের আলী ভুইয়া ও শাহ আলম বক্তব্য রাখেন। রামগড় সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে প্রধান অতিথি ডি আই জি মোহা.শফিকুল ইসলাম ব্জ্রপাতে নিহত পুলিশ কনস্টেবল শহীদ শরীফের নামে নামকরণ করা নব নির্মিত ’শহীদ শরীফ ব্যারাক’ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
Related News

সোনাগাজীতে সরকারি খাল দখলের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ | বাংলারদর্পণ
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বক্কার খালে অবৈধ স্থাপনা নির্মানRead More

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সোনাগাজীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ফেনী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধRead More