ফেনী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার উপকুলীয় অঞ্চলের শীর্ষ জলদস্যু কমান্ডার ৩০ মামলার আসামী অাবুল কালাম প্রকাশ ভাগিনা কালাম ওরপে ডবল কালাম র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে এমনটা জানিয়েছে র্যাবের একটি সুত্র।
র্যাব জানায়, এসময় তার কাছ থেকে ২ টি অস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করা হয়।
উপজেলার চরদরবেশ ইউনিয়নের ইটালি মার্কেট নামক স্থানে রাত ৭ ঘটিকার সময় ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ঘটনাস্থলে বিপুল সংখ্যক র্যাব সদস্য উপস্থিত রয়েছে।সে ইতালি মার্কেট সংলগ্ন দঃ চর সাহাভিকারি গ্রামের আবুল হাসেমের ছেলে।