ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামে এক প্রবাসীর স্ত্রী (২৫)কে ধর্ষনের অভিযোগ উঠেছে একই বাড়ীর সফি উল্লাহ(৬১) বিরুদ্ধে। সে ওই গ্রামের সফি উল্লাহ হাজী বাড়ীর বাসিন্দা, ভিকটিমের জেঠা শশুর এবং হাজীর মিস্টি মেলার স্বত্বাধিকারী।
এ ঘটনায় শুক্রবার সকালে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সফি উল্লাহকে আসামী করে সোনাগাজী মডেল থানায় মামলা দেন। অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিমের স্বামী দু’বছর যাবত বিদেশে চাকুরিরত আছেন। এ সুযোগে নানান প্রলোভন দেখিয়ে সফি উল্লাহ তার (ভিকটিম) সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। ইতিমধ্যে সে ৫ মাসের অন্তঃসত্বা।
ছাড়াইতকান্দি সমাজ কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, সামাজিকভাবে মিমাংসা করার চেষ্টা হয়েছে। তবে ৫ মাসের অন্তঃসত্বা জেনে পুলিশকে অবহিত করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, লিখিত অভিযোগের তদন্ত হচ্ছে। তবে মামলা হওয়ার পর থেকে এজাহারনামীয় আসামী সফি উল্লাহ পলাতক আছে ।